সুন্দরতা কি! বলে বোঝানো যায় ?
কিই বা আছে অমন! ক্ষুদ্র শিশির কনায় ?
শুধুই বিন্দু বিন্দু জল
পদ্ম পাতায় শুয়ে, বাতাসে চঞ্চল
আলোর পরশে ঝিকমিক চমকায়
চোখে দেখে তায়
অনুভব আর ভালোলাগা মিশে
এমন! কিছু একটা ঘটায়!    
সুন্দর দেখায়
জল কি জানে সেই কথা ?
সে তো চোখেও গড়ায়
তখন! সুন্দর কোথায় ?
তবে কি! সুন্দর বলে, স্থায়ী কিছু নেই !  
নাকি!  জানেনা সে নিজেই!    
হলে সুন্দর! তাকে কেমন দেখায় ?
যদি পারতো!  তাহলে হয়তো!
অনেক কষ্ট! অনেক দুঃখ! যেত কমে
অশ্রু হয়ে ঝরত না আর ওই দু নয়নে!
তবে নিজেরই সুন্দরতায় মেতে পদ্ম পাতায় হত সীমাবদ্ধ!
সেটা কি! ভালো হত ?
ভালো কি হত! যদি ভুলেই থমকে যেত মর্ত ?