পরিচিত শব্দ এক
নদীর স্রোতের মত
বয়ে চলে শিরায়,
উপশিরায় , ধমনীতে
জীবনের মত
জীবনের সাথে।
গভীর ঘুমের ভিতরেও
শুনেছি তার গান।
রেখেছি যখন তার বুকে কান।
আমি ঘুমিয়ে পড়লেও
সে ঘুমোয়নি কখনও ।
আমারই প্রানের সাথে
সেও জেগে থাকে।
তবে কি বেঁচে থাকা অকারন ?
অকারন তার জেগে থাকা ?
দেখেছে কে জীবন,
তার মতন ?
শব্দ হয়েও নিশব্দ
গভীর এমন ।
আমার মৃত্যুতেই তার শান্তি
তার শান্তিতে আমার মরন ।