কাজের ভিতর থাকলে
বাড়িতে একটা বেলার ভাত বেঁচে যায়।
এক বেলার ভাত , কম নাকি ?
চামড়া ছিঁড়ে যাক জামা যেন না ছেড়ে ।
চামড়া ছড়লে তিনদিনে ঠিক হয়ে যাবে।
জামা ছিঁড়লে পারবোনা কিনতে।
একটা জামার দাম , কম নাকি ?
দুই তিন ক্রোশ , এ আর এমন কি দূর
হেটেই চলে যাব ।
একটি বাসের ভাড়া , কম নাকি ?
ধুতে গিয়ে প্লেট যদি ভাঙে
কখনও অসাবধানে
মালিক এসে বলে
তুই গেলে আর একটা পাবো ।
একটা প্লেটের দাম , কম নাকি ?