কতো রঙ দেখি সখি সংসারী ভাবনায়
কতো ছবি পরে ধরা আধবুড়ো চশমায়
সমুখেতে প্রিয় কথা, পিছনেতে গান গায়
যাতে আছে মধু বেশী সেইটাকে নিংড়ায়
রঙে রঙ মেশামেশি, কানে কানে ফিসফিস
মনে আদা কাঁচকলা তবু পায়েসেতে কিসমিস
কত শত আঁকে ফাঁস, চুপি চুপি গুটিপায়
যত আছে কাজ ভারী কার ঘাড়ে দেওয়া যায় ?  
কার কাছে যায় করা কতো বেশী ফরমাস
কুটোটা না নেড়ে সব খেলা বাজীমাৎ
যখন থাকেনা কিছু শুকোনো ছিবড়ায়!
এককোণে রাখে ফেলে! সুখ থাকে আলনায়!