বছর দুয়েক আগেও
অকারণে থাকতে পারতাম খুশি
আজ আর পারিনা
মুখ ঢাকা মানুষের ভিড়ে
যখন তাকায় তারা
একে অপরের দিকে
ভয় আঁকা থাকে চোখে ।
মানতে গিয়ে দুরত্ববিধি
হয়ে গেল কি দূর অনেকই ?
তাকে কাছে টেনে আনার চেষ্টা।
ফোনে ফোনে বিকল্প পদ্ধতি।
দূরকে সহজ করার তৃপ্তি
অসহায়তার ক্রমশ বৃদ্ধি ধাপে ধাপে
বদ্ধ ঘরের ভিতরে নিজেকে বন্দী রেখে ।
অসুখ যা একবার হয়
হলে বারবার
নষ্ট করে দেয় অনেক কিছুই
শিকড়েও ছড়িয়ে পড়ে সংক্রমণ তার
ভুলিয়ে দেয় অনেক পুরনো স্মৃতি ।
মন যা ফিরে পেতে চায়
শান্তনার বানী নিজেই নিজেকে শোনায়
লাভ কি আছে তাতে ?
যা গিয়েছে চলে আর কি আসে ফিরে ?
ছবি দেখে কি রসগোল্লার স্বাদ বোঝা যায় ?