কি হে জনার্দন ?
বল দেখি গুনে জন
আরও একটা বছর হল যে কম
আর কতো সময় আছে হাতে ?
মাথা চুলকিয়ে বলে সে-
সময়ই তো নাই পাতে
অর্ধেক খেয়েছে করোনাতে
আর অর্ধেক ওমিক্রন খাবে।
কিছুই বাঁচবেনা মনে হয়
যদিও বা প্রানে থাকেন বেঁচে
কানাকড়িও থাকবেনা যে!
এমন বাঁচারও কোন মানে আছে ?
তার চেয়ে চলুন এমন জায়গায়
যেখানে খবর দেরিতে পৌছায়
যে কয়েকটা আছে দিন
অন্তত, শান্তিতে থাকা যাবে ।