নিজেকে বলে সনাতন
কার সাথে কর বিভেদাচরন ?
যা আছে বর্তমান
তা কি সনাতন নয় তাহলে ?
যদি করিতে পারো স্মরন
তাহলে দেখিবে
এমনও সময় এক ছিল অতীতে।
যখন ধরণীতে
ছিল অসুরের কঠিন শাসন।
দেবতারা ছিলেন নিভৃতে।
বার বার একই দৃশ্যের উপস্থাপন
ঘুরে ফিরে বদল চরিত্রে।
যদি ডাকতে পারো তবে
ডাকো তাকে ।
তারা ডেকেছিল যেভাবে যে বিশ্বাসে ।
আর যদি না থাকে বিশ্বাস আর ।
তাহলে ধর তলোয়ার
কলম ধরলেও হবে
কলমে আরও বেশী ধার ।
অসুর নিধন , খুবই প্রয়োজন।
না হলেই ,সনাতন বদলে যাবে ।