খুব সহজেই হয়ে যায় কতকিছু
এই ব্যাস্ত শহরে।
যখন রাতের গভীরে
কত পর হতে চেয়ে আপন
হয়ে যায় বিক্রি সহজে ?
কত পর কিনতে চেয়ে আপন
বাড়িয়ে দেয় হাত।
কত পর বাছতে চেয়ে আপন
করে পক্ষপাত।
তাদের মনের কালো
খোঁজে কিসের আলো ?
কি পেলে হত আরও একটু ভালো ?
কিসে হবে জীবন সহজ আরও ?
সহজ হতে গিয়ে, করতে গিয়ে
কিছু কি যায় হয়ে
জীবনের থেকে বাদ ?
সময় কোথায় পিঁপড়ের, গজালে ডানা
সে কি পারে এড়াতে
জমকালো আগুনের ডাক ?
কেউ কি দেয়নি বলে তাকে
সন্ধ্যে হলে পরে
আসতে হয় ফিরে
নিজেরই আপন ঘরে
যেখানে থাকে তার আপন
আপন মানুষের কারনে অপেক্ষা করে ।