এইভাবে কি যায় দৌড়ন, ঊর্ধ্বশ্বাসে ?
শুধু প্রথম হতে হবে বলে,
কি যাবেনা তাকানো চারিপাশে ?
কে কোথায় আছে ?
কে পড়ল, কে মরল আর কে আছে সাথে ?
এ কেমন প্রতিযোগিতা ?
এগিয়ে থাকতে হবে আগে ? একা ?
তারা তো চাইনি কখনও হতে প্রথম
তুমি অধম আমি উত্তম ?
এমন ভাবনা ছিল কোনদিন
চেয়েছিল হাঁটতে একসাথে।
রেখে হাতে হাত ,কাঁধে কাঁধ রেখে ।
সফল হওয়ার কথা তুমি শোনালে যখন
দেশ , ভাই, বন্ধু, আত্মীয় পরিজন
কারও পরোয়া না করে, শুরু হল ছোটা।
পিছিয়ে পরলেই, নাকি হয়ে যাবে একা ।
অসফল মানুষ, চালাক সমাজে বোকা ।
সফল হলে কি পাবে বলোনি কখনও।
যে যার মত করে বুঝিয়েছে ঠিক , প্রশ্ন করেনি কোন।
দেখ, তারা একক সফল হতে গিয়ে
নিজেরাই হয়েছে বিভাজিত ।
নিজেদের যারা সফল বলে গর্ব করে
শুনেছি তারাও ভোগে অবসাদে ।
ঠাণ্ডাঘরের ভিতরে থেকেও, রাতের পর রাত জাগে ।
তবুও তুমি বলেছ বলেই তারা করেছে আপন ,
অশান্তির জীবন , স্বার্থপরতা ।
ভালোবাসতে শিখে নিজেকে
কেবলই নিজেকে , করেছে ভিন্ন সকলের থেকে
এক দুর্বল ভবিষ্যৎ উপহার দিতে
এই একতাপ্রিয় আদর্শ সমাজকে
দেশ নয় , জাতি নয়, পরিবার নয় একা চলার ধারা ।
আজ তাই একের ডাকে অন্যে দেয়না সারা
চায় কেবল থাকতে বেঁচে একা, একেলা ।
জানি , তোমার অভিসন্দি হয়েছে পূর্ণ
আজ যেদিকে তাকাই
কেবল সফলের ভিড়ই দেখতে পাই
তবুও অনাহারে , অভাবে মরে কত প্রান
বিনা চিকিৎসায় , অল্প অর্থের জন্য
দেশের ভাড়ার থাকে শূন্য
রাজা হাতজোড় করে চায় অনুদান ।
করেছে নির্লজ্জ , বোঝেনা অপমান ।