সচেতন হন, আতঙ্কিত হবেন না
এক তারে বাঁধা মশা আর ডেঙ্গু।  
মৃত্যুও হতে পারে, হতে পারেন পঙ্গু।
মশার বংশ হবেনা ধ্বংস।  
যতই  ছড়ান হিট , করুন থপাক থপাক
করেন জঞ্জাল সাফাইয়ের হাঁকডাক।
প্লাস্টিক আমাদের রক্তে আর  নালায়।  
লক্ষণ দেখা দিলে, বিশেষজ্ঞের পরামর্শ নিন
সচেতন হন, মশারী খুজে নিন ।  
আতঙ্কিত হবেন না ।  

সচেতন হন , আতঙ্কিত হবেন না
সিগারেটে অথবা অ্যালকোহলে
হতে পারে মরন ।
সাবধান বানী লেখা আছে দেওয়ালে দেওয়ালে ।
প্রতি পাঁচে একজন
ঘোষিত মহামারী নয়, তবে মহামারীর মতন।
যাবে না করা বন্ধ,  উৎপাদন ।
অর্থব্যাবস্থার মেরুদণ্ড , লক্ষ জীবিকার ইন্ধন।  
দেশের চিন্তা ছাড়ুন , নিজের কথা ভাবুন।  
এই অভ্যাস আজই পরিত্যাগ করুন
ভয় পাবেন  না ।
সচেতন হন , আতঙ্কিত হবেন না ।

সচেতন হন , আতঙ্কিত হবেন না ।
কলেস্টরল , প্রেসার ,সুগার কিংবা শ্বাসের টান
হটাৎ বেড়ে যায় যদি
ভয় পাবেন না, এগুলো সাধারন ব্যাধি,  জীবনজীবিকার দান।  
হলে পার বয়স চল্লিস , ডাক্তার দেখান , নিয়মিত ওষুধ খান।
হয় যদি সঞ্চয় শেষ , ঘাবড়াবেন না
সচেতন হন ,  আতঙ্কিত হবেন না ।

সচেতন হন , আতঙ্কিত হবেন না ।
যদি আসে ঢেউ বারবার , যদি জীবাণুরা  দল বেঁধে করে আক্রমন
সাবধান থাকুন , শেখানো  বিধি পালন করুন
টিকা নিন, স্যানিটাইজার লাগান , মাস্ক পড়ুন
হাসতে কাঁদতে  পার হয়ে যাবে  কঠিন সময়
মুক্তি কেবল সোশ্যাল মিডিয়ায়  
তাতেই চোখ রাখুন , নিশ্চিন্ত থাকুন
গুজব ছড়াবেন না
সচেতন থাকুন , আতঙ্কিত হবেন না ।


সচেতন থাকুন , আতঙ্কিত হবেন না ।
আতঙ্কিত হওয়ার অধিকার কেবল রাষ্ট্রের
আর বিশেষজ্ঞদের ?
আতঙ্ক ছড়াবার?  
আমাদের ভাগে শুধু ভয়
জমা দিতে হতে পারে সব সঞ্চয়
লক ডাউন বল, আর বিধিনিষেধ
মানতে হবে তারই নির্দেশ
নইলেই দণ্ডাদেশ , হতে পারে শুনানি
তুমি নও একা , দেশের প্রশ্ন জানি
তাই সচেতন হন, আতঙ্কিত হবেন না।