তুমি মানুষ হতে চেয়েছিলে!  
চেয়েছিলে বাঁচতে
খোলা আকাশের নিচে
একসাথে, একই রকম ভাবে
এক হয়ে মাঝে সকলের  
ঘ্রাণ মেখে শরীরে সবুজের
সোঁদা মাটির , পাখির পালকের ।
আমি বলেছিলাম!
আমরা কিন্তু এক নয়
পার্থক্য আছে
ওঠায় বসায় বুদ্ধিতে
ব্যাস! কেটে গেল ফিতে
এখন বসে বসে শুধু ধ্বংসের দিন গোনা
আর উন্নতির জয়গান শোনা
কাগজে, টিভিতে।
কেউ কি তবে!
পারেনি উঠতে বুঝে
মানুষ হওয়া আর সভ্য হওয়া এক নয় ?
একটু আলাদা
পার্থক্য ছিল! আছে , থাকবে
যতই হতে চাও সাদা
সাহেবি পোষাকে, আদব কায়দায়,
কবরের মাটিই শুধু মনে রাখবে।