কি হচ্ছেটা কি চারিদিকে
আর কি হচ্ছে না ?
কিছুই সে বুঝতে পারেনা
একবার চেয়ে দ্যাখে উপরে
আর একবার নিচের দিকে
যে সিঁড়ি বেয়ে মানুষ নামে ওঠে
তার মাঝখানে ভাঙা অনেকটাই ।
ঠিক কবে থেকে?
জানেনা সে ।
কারা ভেঙেছে সে খবরও নাই
উপরে আছে যারা হাসে প্রত্যেকে
কাটা তারের সুতো ফেলে উপর থেকে
সুতোতে বেঁধে সুতোতেই নাচায়
তবুও ভিড় লেগে থাকে
কে সুতো ধরবে সবার আগে
ঠেলাঠেলি, গালাগালি করে একে অন্যকে
মাথায় পাড়া দিয়েও ওঠার চেষ্টা করে অনেকে
হয় হয়রান , গোপনে করে ভোগদান কিছু লোকে
অনেকে আবার তেলা মাথায় বেশ করে তেল দেয়
একটু উপরে যাবার অছিলায়
ভাবে সে বসে একপাশে
একটু চেষ্টা করলেই ভাঙা সিঁড়ি আবারও জোড়া দেওয়া যায়
নিয়ম মেনে সকলেই তখন ওঠা যায়, উপরে
অথচ দেখ তারা বাস্ত হুড়োহুড়িতে
কাঁটা তারের সুতো ছুতে
বেঁধেছে কি চোখে কালো ফিতে ?
ভাঙা সিঁড়ি কেন কেউ দেখতে না পায় ?
পেলেও কি কিছু যায় আসে ?
তাদের কাছে
সিঁড়ি মেরামত করার মত সময় কোথায় ?