যখন সকল চাওয়া পাওয়াকে দূরে রেখে
আমি চেয়ে থাকি আকাশের দিকে
আকাশও দ্যাখে আমাকে
ঠিক আমারই মতন ।
আমরা কি দুজনেই এক ?
নাকি, শূন্য কেবল ?
জন্মের পরে একটা নাম পেলাম
মনে হল, এক হলাম
যেদিন গেলাম
সেদিনও ছিল আকাশ, আকাশের মতই
নীল ঘন ।
ছিল কি সে শূন্য তখনও ?
নাকি হয়ে ছিল এক আমার সাথে ?
যে জীবন আসে
শূন্য থেকে প্রকাশে
এক ভেবে নিজেকে
ভুলে থেকে অবশেষে
ফিরে যায় অবকাশে ।
শূন্যই কি থাকে সে ?
আগেও যা ছিল পরেও কি তাই ?
সবই হয় মনে এক ।
এক অভিন্ন , কিছুই তো বাদ নাই ।