শ্রমিক সমান মজুরী চায় না
চায় না! যে বেশী জানে
সে এসে বসুক একই স্থানে
ভোজন করুক একই পাতে, একসাথে
চায় শুধু তার ন্যায্য
যে যতো দক্ষ
যতোটুকু ভূমিকা যার
করলে সম্পূর্ণ কাজ, তার প্রাপ্য
শ্রমিক সমান মজুরী চায় না
চায় না! বিলাসী কক্ষ
যার ক্ষমতায় যতোটুকু আয়
তাতে যেন! ঠিকঠাক চলে যায়
স্ত্রী সন্তান সন্ততি নিয়ে
অভাবে! তারা যেন না পায় কষ্ট
না হয় বিতাড়িত নিজ দেশ থেকে
থাকে সহজ বাঁচার অধিকার সর্বত্র
যাতে সকলের মত সেও পারে বলতে
আমিও রাজা আমাদের এই রাজার রাজত্বে
নইলে শ্রমিক! সমাজ মাঝে থাকবে কোন স্বার্থে ?