বিশ্বাস হয় না আমার !
আমিও হতে পারি
কোন লৌহ পুরুষের বংশধর ?
আমারও রক্তে বইত কখনও
কোন সংগ্রামের ঝড় ?
সময়ের সাথে সাথে
আপোষ করে করে
আমি কি সরীসৃপ হয়ে গিয়েছি ?
পারিনা বুঝতে
নেই সেই বোধ
তবে কেউ করলে দয়া
অনুগ্রহ নিতে
সবার আগে থাকি।
আবার কেউ বললে দুটো ভালো কথা
অবাক হই না , গোগ্রাসে গিলি
সমর্থনও করি
যেমন বোঝাতে চায়, বুঝি ।
সবই নিজের তাগিদে
যদি করা যায় কোন সুবিধে ?
কিম্বা কোন টাকাকড়ি
যায় পাওয়া ?
ফোকটের অধিকার চাওয়া l
যদি একটু বেশী যায় খাওয়া
নিজের ভাইদের দিয়ে ফাঁকি।
তবে সে কি হয় বার বার ?
হারতেও তো পারি ?
তাই বাজলে ভোটের বাদ্য
টেনশনে মরি।
আমি তো দলে বিভক্ত আজ
পাইনা খুঁজে
এখানে লৌহ পুরুষের কি কাজ ?
দলবদলও যখন সহজ
বেকার কেন ঝকমারি?
যখন এটা প্রমাণিত
অব্যাবহারে লুপ্ত হয় স্থিতি
কোন লৌহ কিভাবে শরীরে থাকে বাকি ?
শিরায় বইছে শুধু ঠাণ্ডা জল
আমারও আবার ভবিষ্যৎ বলে
কিছু আছে নাকি ?
তারও আবার বংশধর ।
যত সব গল্প আজগুবি !