মানুষ আর আগের মতো
বাসতে পারে না ভালো
শিখেছে সে মনেরও বিজ্ঞান
কখন করতে হবে ঢিলে
আর কখন রাখতে হবে টান টান!
কখন ছিঁড়তে হবে সুতো
আর কখন গাইতে হবে গুণগান!
সে গাছ নয় , নয় কোন পাখী
যখন তার হাতে হাত রাখি
অবাক হয়ে দেখি!
সবসময় সে দু পা এগিয়ে থাকতে চায়
তার বিকশিত বুদ্ধির বাস্তববোধ তাকে আট্কায়
মানুষের সাথে মানুষের ভালোবাসা
এখন! শুধুই অগণন অঙ্ক কষা
তবে অন্ধের মত নয় আর কখনও
চোখ কান খোলা রেখে
দশ দিক দেখে শুনে !
তবে এক পা, এক পা এগোন
ডুব দিয়ে ভেসে ওঠা!
পদ্মানদীর মাঝি পড়েছ কখনও ?