এসো, আমরা দুজনে
বসে এই মুক্ত শ্মশানে
জীবনের গান গাই।
তুমি বল, জীবন না ছাই
চারিদিকে সব ছড়ানো ছিটানো
আধপোড়া কাঠ আর তাই ।
তার চেয়ে ভালো,
কোন মৃত্যুর গল্প বল।
এখানে এটাই মানায়।
আমি বলি
ভুলে গেছ তুমি
চুমুক দিতে চায় ।
তা বলে ভেবোনা আবার
জীবনটা, মোটেই চায়ের খালি ভাঁড় নয় ।
এক মৃত্যুতে হয়
আর এক জীবনের প্রস্তুতি।
প্রতিবারই আসে খালি
আর ভরে নিয়ে যায়।
শ্মশানে মৃত্যু নয়
জীবনই যেন ভেসে বেড়ায়।
কান পেতে শোন,
কারা যেন এখনও
সেই জীবনেরই গান গায় ।
তারা বলে, জীবন নাকি এখানে
বার বার পুড়ে আগুনে
আরও শুদ্ধ আরও পবিত্র হয় ।