সবাই খবরে থাকতে চায়
থাকতে চায় শিরোনামে
কতো দামে?
খরচটা বিষয় নয়
আসলে! দামটা হাঁকানো যায়
তখনই! যখন পরিচিতি বাড়ে
মুখ দেখেই সকলে চিনতে পারে
তার জন্যে যা যা প্রয়োজন হয়
এখন শুনেছি! থাকলে যোগ্যতা
জোনাকিও হতে পারে তারকা
আর দেশদ্রোহী দেশপ্রেমিক
অবাধ উন্মুক্ত বিচার
শুধু ছবিতে থাকতে হবে ঠিক
ক্যামেরা থাকবে যেদিক
সেদিকে তাকালেই হবে
ছবিতে সব ধরা পড়ে
কেউ হাসানোর চেষ্টা করে
কেউ কাঁদায়
আর কেউ বেমালুম গুল দিয়ে যায়
হজম হোক না হোক! খায় অনেকেই
আর সেই সুযোগেই
অভিনেতাও মন্ত্রীর পদে বসে নির্দ্বিধায়,
স্বসম্মানে ।
ওরা জানে! মানুষ এভাবেই ফাঁসে
সময় আছে কার কাছে!
ছবির সাথে বাস্তব মেলায়?
তাই ছবি সুন্দর রাখতে ওরা যা যা করে
দেখে যদিও পাগলামি মনে হতে পারে
কিন্তু আসলে ওরা কলঙ্ক ঢাকে
চাপিয়ে ছবি ছবির উপরে
বুঝিয়ে দিতে চায়
সততার পথে নয়
এভাবে চললে তবেই যায় পৌঁছন শিখরে
এখন ছবিতেই পরিচয়
ছবিতেই জগত ব্যক্ত
বলে! যা দেখা যায় ছবিতে তাই সত্য
বাকি সব বানানো গালগল্প, জল্পনা ছড়ায়
সাধে কি প্রধানমন্ত্রী
সমুদ্র সৈকতে ঘুরে প্লাস্টিক কুড়ায়?