করোনার চতুর্থ ঢেউ কি এবার জুলাইতে ?
এক নামকরা সংবাদপত্রের পাতাতে
বড় বড় করে লেখা এক হেডলাইন।
বৃষ্টি হবে কি! হবে না
নামবে কিনা জ্বালানীর দাম ?
বেরোজগার কিভাবে পাবে ত্রাণ ?
সেসব কিছুই লেখা নেই তাতে
তবে, কিছু একটা হবে জুলাইতে!
তার খবর আগে ভাগে !!!
এমন কতো ভুয়ো খবরের চাপে
জনজীবন হয়েছে ব্যতিব্যস্ত কতবার
কতো ভুল পরিসঙ্খ্যান
নিয়েছে কতো অসহায় প্রাণ
গত দুই বছরে
হয়তো তারও আগে থেকে
সেই একই ঢঙে
ইতিহাসের পুনরাবৃত্তি হয় বার বার
কেউ প্রশ্ন করেনা! কেন?
কেন ওরা ভয়টাকে জীবিত রাখতে চায়
মানুষের ভিতরে ?
যখন জীবন মৃত্যু কারও হাতে নেই।