কেউ কোনোদিন বলেনি আমায়
মানুষ হতে হবে তোমায়!
সেই ছোটবেলা থেকে
শুনেছি শুধুই! হতে হবে বড়
উঠতে হবে উপরে
এর চেয়ে, ওর চেয়ে, সকলের চেয়ে
হলে মানুষ! সে সুযোগ নাই
মায়া, দয়া, মমতা, ভালোবাসা গুনগুলি থাকলে মনে
বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, সহপাঠী , সহকর্মী
এমন কি তোমার সহধর্মিণী- টিও ,
সুযোগ নেবে প্রতিক্ষণে
ছিঁড়েকুড়ে খাবে
যেখানে যেমন হয়
এই পরিবেশ মানুষের জন্য নয়!
ছিল! অনেক আগে একসময়
এখন নেকড়ের উপযোগী
হতে হবে ধূর্ত পরিশ্রমী
বাইরে উত্তোরন ভিতরে অধোগামী
থাকতে হবে দলে,
তবেই পারবে উঠতে উপরে
উপরে! কোন মানুষ যেতে পারে না কখনও!
তার চাহিদা সামান্য,
সে মানুষ ভালোবাসে!
থাকতে চায় মানুষের সাথে
হয়ে অতি সাধারন একজন
অন্য মানুষগুলোর মতন
রোদ বৃষ্টি ঝড় সবকিছু সহ্য করে
মানুষ হওয়া! কর্ম নয় সাধারন
সে অনেক জন্মের সাধনার ফসল
তার চেয়ে বরং , অনেক সহজ
স্রোতে ভেসে মানুষের বেশে নেকড়ে হওয়া
যদিও বা না হয় উপরে যাওয়া
থাকলে দলে! জীবনটা হয়তো বাঁচবে
মানুষকে একদম! পছন্দ করে না ওরা
মেরে ফেলতে চায়! শেষ মানুষটাকেও
শুধু বাইরে থেকেও নয় ভিতরে থেকেও ।
ভয় পায় তারা! থাকলে বেঁচে ?
হয়তো বলবে! সবকিছু ছেড়ে
আবার তোরা মানুষ হ! একবার
এই পরিবেশে! নেকড়ের দেশে! সেটা কি সম্ভব?
বদলে যেতে পারে সমগ্র শিক্ষার গতিপথ
মানুষের সংখ্যা বাড়তে পারে
চাইতে পারে মানুষ তার সব অধিকার ফেরত
সেটা কি সর্বকাম্য ?