জ্ঞান আর শিক্ষা দুটি কি বস্তু আলাদা ?
যা ছিল পুরাতন সেটা আর নয় এখন
এখন পারি বুঝতে,তবে একটা আধটা।
শুনেছি, শিক্ষাতে হয় জ্ঞান
তবে যারা দেয় তা
তাদের নাকি শিক্ষা লাগেনা।
অনায়াসে বেড়িয়ে আসে
ভিতর থেকে বাতাসে
তবে তাতে তো আর পেট চলেনা ।
শিক্ষা দেয় চাকরী, বৃত্তি
তাতে পেট চলে বটে
সেখানে আবার নাকি জ্ঞান চলেনা ।
ম্যানুয়াল চলে ।
সব লেখা আছে তাতে
কোন কাজ কোথায় কিভাবে করতে হবে
জুতোসেলাই থেকে চণ্ডীপাঠ
কিছুই নেই বাদ
কুটনীতিবাদ , জঙ্গিবাদ কিম্বা পুঁজিবাদ ।
যদি পরে কম , তাহলে
শিখিয়ে দেওয়া হয় সময়ের সাথে
তোমাকে খালি শিখতে হবে
স্কুলে, কলেজে, অফিসে , রাস্তাঘাটে
খবরে , বিজ্ঞাপনের মাঝে ।
তবে ,বৃত্তের বাইরে
প্রশ্ন কোরোনা কোনও
তাহলেই আর মানুষ হবে না জেনো
হয়ে যাবে শিমুল গাছটার মত , বন্য
কেবল প্রকৃতির জন্য
জন্মাবে আর মরে যাবে একদিন
সভ্য হবেনা কখনও।
তবে প্রতিদিন প্রশ্ন জাগবে মনে
কি আর হত ?
যদি সভ্য মানুষগুলো না থাকত ?
কোটি বছরের বেশী তো এমনিই কাটালাম
আরও কত কোটি এভাবেই কেটে যেত ।