অনেককিছু মুখবুজে সহ্য করতে পারলেও
রাগ হাওয়াটাও স্বাভাবিক
কিন্তু রাগ চেপে অনেককিছু সহ্য করলে ,
হতেও পারে কি কিছু অস্বাভাবিক ?
গরমে আর চাপে বুকের ভিতরটা ,
হয়ে যেতে পারে কয়লা
একটুকরো , অথবা
উপলব্ধি করতে পারি অনুভূতির অসারতা
ধমনীতে শিতল প্রবাহ ।
বোধ নেই যেন ?
তাই বাড়লেও জ্বালানীর দাম
কিনতে পারি নতুন গাড়ি কোন
কিম্বা দাড়িয়ে এক জাকজমক সভাতে
শোনাতে পারি বন্যাবিধ্বস্ত মানুষের দুরবস্থার কথা
অথবা অনাহারে পরিযায়ী শ্রমিকের পথ চলার ব্যাথা।
বোঝাতে পারি আমার বিবশতা।
সবকিছু ব্যাবস্থা থাকা স্বত্তেও
কেন আমি করতে পারিনি রক্ষা ।
বলতে পারি দুহাত তুলে
এখন অনেককিছু, অনেককিছুই পারে হতে ।
আমি স্বাক্ষর করেছি নিরবনামাতে ।
আর কোনো কিছুই নেই আমার হাতে ।
আমি হেমন্তের শীতের এক ঝরা পাতা
সভ্যতার শেষ মানুষ ।