সে চাইলেই
গড়ে নিতে পারে যে কোন দৃশ্য
নিজের মনের মত করে নিজের কল্পনায়
কিন্তু যখন থাকেনা মিল
বাস্তবে ভাবনায়
সে কিন্তু! কল্পনা করা ছাড়ে না।
বার বার, বহুবার, অসীম অনন্ত
মৃত্যুর ঠিক আগের মুহূর্ত পর্যন্ত
সেই সব দৃশ্য দেখা
যেগুলোর কোনটাই হয়না
ঠিক আগেরটার মতন
যেটা সে দেখেছিল কোনোদিন হয়তো
নিজেকে স্রষ্টা ভেবে
সেখানে নিজেকে দেখেনি কি সে?
কতো দুর্বল হয়ে পড়েছে তার সৃজনের ক্ষমতা!
তার কোন অনুভবের সাথে
আজ বাস্তব মেলে না!
একটা সুন্দর আমিও
গড়ে তুলতে পারেনি সে
যে শুধু তাকেই ভালোবাসে ?
নিজের ক্ষতি চায়না কখনও
নিঃসঙ্কোচে নির্দ্বিধায় বাঁচতে চায়
একটা সুন্দর জীবন
সুখ আর শান্তিতে ভরা কানায় কানায়!