দিনে দিনে কি বাড়ছে সাহস ?
সহণের তোয়াক্কা না করেই
বাড়ছে আবারও কি ভয়ের প্রকোপ ?
বিজ্ঞানের জুজু বেড়াল,
ঝুলি থেকে বেড়িয়ে
আবারও কি দেবে ঝাপ
গৃহস্থের গৃহে ?
করে তছনছ জীবনযাপন
পুরনো অভ্যেস ছেড়ে সঙ্গী নূতন
ভয়ের নামে পরিবর্তন!
এক হয়ে পুঁজিবাদ আর শাসন
নিচ্ছে কি রুপ ক্রমশ
কোনও নতুন আকার ?
তাই বুঝি কোথাও সমতল হচ্ছে খাঁদ
কোথাও আবার বিশাল পাহাড়।
শুনে সেই সমাচার
চাষা সুবীরের আসুস্থ কাকা, বলে-
অনেক তো দেখলাম কালে কালে
বুঝলাম অনেক কিছুই
আর কি পাবো রেহাই ?
সত্যি বলছি!
বাঁচতে ইচ্ছে করে না রে আর!