তোমার বাড়ির সামনের রাস্তা
হয়ে ক্ষতবিক্ষত দিনের পর দিন পরে থাকে ।
কিছু লোক ছবি তুলে নিয়ে যায়
সংবাদপত্রে বড় করে ছাপায়
তুমি বল, আমার কি করার আছে ?
আমি তো সাধারন , দায়িত্ব সরকারের
সেই সারাবে।
তোমার ঘরের ভিতরে বাইরের বৃষ্টির জল ভরে থাকে
তুমি বল আমার কিছু করার নেই
জলের সমস্যা মেটাবে সরকার
আমার ঘরের জল সেই নামাবে ।
যদি না নামায়, এভাবেই চলবে ।
যদি ওঠে জীবিকার প্রশ্ন , যদি হয় দোষীর শাস্তির কথা
চোখ বন্ধ করে তুমি করতে পারো ভরসা
সেই সরকারে, যাকে ভাবো তুমি তোমারই হাতে গড়া
মিথ্যে প্রবচন আর ছল চাতুরিতে ভরা
তারই ফল পাও বুঝি হাতে নাতে
বুঝতে না পারো যাতে ,
অকারণ ব্যাস্ত করে রাখে তোমাকে
আইনের ধারাপাতে ।
তবুও তোমার মাথা ঝুকে থাকে
সেই সরকারের দিকে।
জানিনা কে শিখিয়েছে তোমাকে ?
বোকার হদ্দ তুমি, ভীষণ চালাক ভাবো নিজেকে
যদিও জানো, ভুল কিছু আছে নিশ্চয় এই পদ্ধতিতে।
না করে পরিবর্তন, প্রচার কর মানিয়ে চলার শিক্ষাকে ।
সেই কবে থেকে ?
কেউ শুনে শেখে , কেউ দেখে আর কেউ অভিজ্ঞতা থেকে
আমি অবাক হয়ে চেয়ে থাকি শুধু তোমারই দিকে
ঠিক কোন ধাতু দিয়ে তৈরি তুমি
আজও বুঝতে পারিনি
এই আক্ষেপ হয়ত আমৃত্যু রয়ে যাবে ।