যেকথা হয়নি কখনও বলা
ছিল অব্যাক্ত, ছিল চোখে চোখে
স্মৃতির পাঁজরের খাঁজে
বরফের মত জমে আজও হিম হয়ে আছে ।
ভাবনার বেনো জলে
মাঝে মাঝে ওঠে ভেসে
সম্পূর্ণ হওয়ার নীল বাসনায় মেতে ।
তারা কি তোমায় খোঁজে ?
জানে না কি তারা !
পরিবর্তিত পরিস্থিতির কাছে
তাদের মুল্য নেই কোনও?
কঠিন স্মৃতির বরফগুলো
যদিও গলে জল হবেনা কখনও
তবুও ঢেউয়ের দোলায় নাচে।
আমিও সেই বিরহ যন্ত্রণার মাঝে
তোমার উষ্ণতার ছোঁয়া
খুঁজে পাই যেন !
বেশ ভালো লাগে।
আমি চোখ বুঝে
অনুভব করতে পারি এখনও ।
আজও তুমি ঠিক তেমনটাই আছো
হয়তো থাকবে আরও
স্মৃতির রোমন্থনে
পড়লে তোমায় মনে
সেদিনের মত, আবারও
কিছু কথা রয়ে যাবে অসমাপ্ত
কিছু কথা যা বলা হয়না কখনও ।
বাকি থাকে, বাকি রয়ে যায় জলছবির মত
বয়স বাড়েনা তাদের, আসেনা বার্ধক্য
শুধুই রোমন্থন হয় আর নতুন যৌবন পায় l
তাই বুঝি! ঘরের দেওয়ালে পাতলে কান
তোমার ঝর্ণাহাসির শব্দ, আজও শোনা যায় l