কালের হিসেবে রাজতন্ত্র হয়েছে বিলুপ্ত
তবে রাজনীতি এখনও জীবন্ত
মানুষের ঘরে ঘরে
যারা তা সক্রিয় ভাবে করে
তারা কিন্তু সরকার গড়েন না
গড়েন তারাই!
যারা সক্রিয় রাজনীতি করেন না
নিরপেক্ষ থাকার ভান করে
দূরে সরে থাকেন
দূরে রাখেন সন্তান সন্ততি
যদিও তারা নিজেদের
উপযুক্ত নাগরিক ভাবেন
বলেন! বড় নোংরা বিষয় রাজনীতি
এতে হয় ক্ষতি জীবনের
তবে যদি কথা আসে পরিবর্তনের
তারা বিন্দুমাত্র চেষ্টা না করে
দেখেন চোখ খুলে
হচ্ছে অবাধ চুরি, লুণ্ঠন
দেশের সম্পদ, জনতার ধন
হচ্ছে মানবিক অধিকার হরণ প্রতি পদে
না করে প্রতিবাদ
করেন অপেক্ষা সুদিনের
যদি কখনও শিকে ছেড়ে
ভাগ্যে বেড়ালের
তাহলে! একদিন তারাও হবেন রাজা
তাদেরই রাজার রাজত্বে!
আর একে একে
তাদের গা থেকে
সবকিছু খুলে নেওয়া হয়।
উলঙ্গ রাজা তবুও
স্বপ্ন দেখা ভোলেন না।
সহজ সত্যটাকে মানেন না
সহযোগীতা ছাড়া চলে না সরকার
পরিবর্তন দরকার! চিন্তায় মননে
না হলে! চিরকাল চলবে এটাই
রাজার সন্তানই আবার রাজা হবে
আর তারা হবেন নিরব পৃষ্ঠপোষক l
কাঁধে নিয়ে গনতন্ত্রের শব
রাজনীতির অসহায় দর্শক l