দড়ি ধরে মারো টান
হবে রাজা খান খান
শুনেই রাজা হয়েছে সাবধান
তাই সে খুলেছে দোকান ।
কারা করে দড়ি কেনাবেচা ?
কারা করে ব্যাবহার ?
সব খবর তার দরকার
সব খবর, গোপন রাখা যাবেনা কিছু
তাহলেই রাজার পেয়াদা নেবে পিছু।
কারা বিরোধী আর কারা ভক্ত ?
কার দড়ি নরম আর কার দড়ি শক্ত ?
কারা করে গুণগান , কারা বদনাম
কারা আড়ি পেতে শোনে
আর কারা পাতে দেওয়ালেতে কান ?
তাই যখন পেগাসাস নিয়ে কথা ওঠে সংসদে
রাজা চুপ করে বসে থাকে ।
বার করে খাতা , বলে দেখে নাও
কে পেয়েছ কত অনুদান।
তবুও রাজার না করে সম্মান
দড়ি ধরে মারো টান ?
জানো কি সবার দড়ির এক মাথা
আমার কাছেও আছে বাঁধা।
যদি আমি মারী টান
পৌছবে সটান , বন্ধ ফাটকে।
তোমরা যে দড়ি ধরে টান
তার জোগান আমিই করে থাকি।
একশ আশি টাকা প্রতি কেজি
তার উপর আঠারো
জি এস টি কেটে রাখি ।
রাখতে হলে খবর
পোড়াতে হয় আনেক কাঠখড় ।
আমি কি মসনদে এমনি এমনিই বসে থাকি ?