রাগ করতে গেলে
তার জন্য কোন কারন চাই অবশ্য
বিনা কারনেও হতে পারে রাগ
চাই যদি দেখাতে।
একের রাগ অন্যের উপরেও
হতে পারে প্রয়োগ।
অথবা কোন দুঃখ চেপে রাখা রোগ
বুকের ভিতর কোন আগ্নেয়গিরি
উঠতে পারে জেগে
হতে পারে হটাৎ কোন বিস্ফোরন ।
অক্ষমতা শব্দ হয়ে কাতারে কাতারে
ঝরে পড়তে পারে আকাশের থেকে ।
আমি জানি আমি ঋণী
সকলের কাছে
কতটুকুই বা সার্থক করতে পেরেছি নিজেকে ?