গল্প শুনেছি অনেকের কাছে
একটি ফুলের জন্য
একজন পুস্পপ্রেমিক উঠেছিল, অনেক উঁচু গাছে।
পুস্পপ্রেমিকদের নিয়ে এমন গল্প অনেক আছে।
ফুল আমারও খুব প্রিয়
তবে ফুল তোলার কথা যদি আসে ?
তাহলে! আমার ভাবনাটা একটু অন্য
যতদূর জানি! যে যেখানে ফোটে
সেখানেই তাকে মানায়।
সুন্দরতা! কি শুধু ফুলেই থাকে ?
থাকে পরিবেশে, থাকে আবহাওয়ায়
আমার ঘরের ফুলদানিতে! সেইসব কোথায় ?
তাতে শুধু নোনা জলই পাবে
ওতে কি সুন্দরতা বাঁচিয়ে রাখা যায় ?
বড় জোর! দুই তিন দিন!
তারপরেই! শুঁকিয়ে ঝরে পরে
শুকনো ফুল কি কেউ পছন্দ করে ?
ভালোবেসে কি কখনও কারও মৃত্যুর কারন হওয়া যায় ?