ভুল ভাঙে না
ঘর ভেঙে যায়
ভেঙে যায় দেশ
যুক্তির পাহাড়ে পরে থাকে অবশেষ
ছিঁড়ে ছিঁড়ে করে পরিবেশন
অস্থিচর্মসার মায়ের আসন
সভ্যতা সংস্কৃতির ছদ্মবেশ  
অবাক সন্তান তবু হাসে
বলেনা! হয়েছে ভুল আমার
কোথাও বুঝতে! কোথাও বোঝাতে!
এবার থেকে! আর উন্নতি চাইবো না
ভাসবো না কারও মিথ্যে অভিভাষণে
আমি আদিমেই যাবো ফিরে !
দিয়ে সকল শিক্ষার জলাঞ্জলি
আবার নতুন করে !
গুহাচিত্রে আঁকবো তোমার ছবি
আমার মাটি আমার দেশ
আমার হারানো ইতিহাস ।