তুমি আনন্দময়ী মা
আমার চেতনা
শক্তি , অন্তরে বাহিরে
বুঝি না আমি
পূর্ণ লোভে , অহংকারে ।
যা দিয়েছ ভরেনি মন
তাই তো তোমার সৃষ্টি
করি তছনছ
জানি না ফারাক
দেবতা, মানুষ , অসুরে ।
ভুলিনি আমি
দু হাতে কেটেছি কত গাছ
খুঁড়েছি পাহাড়, বন্ধ করেছি নদী নদ
খুঁড়েছি খনী, খুঁজেছি সম্পদ
শক্তির না করে পূজন
করেছি যথেচ্ছ ব্যাবহার
কেবল নিজের স্বার্থে
আজ দূষিত বাতাসে
সকলের প্রান কাঁদে
খোঁজে মুক্তির ঠিকানা।
এই ক্ষতির কি হতে পারে ক্ষমা ?
তবুও করি আরাধনা
অকাল মরনের আগে
চেতনা যেন জাগে
অন্তত জানতে পারি আমি
আমার মৃত্যুর প্রকৃত কারন
যদি এজন্মে না হয় গতি
পরবর্তী জন্মে যেন থাকে স্মরন ।