অর্থনীতি কি ডুবছে ?
যেমন ডুবেছিল জাহাজ টাইটানিক
এখানেও কি! ছিদ্র হচ্ছে ?
ওরা বলে! বাজে কথা সব
সরকার তো কাজ করেছেই ঠিক!
বিরোধীরা তুলেছে রব
না হয়! একটু আধটু ভুল চুক হয়েছে!
সবারই হয়!
তাতে যদি ঢুকে যায় জল জাহাজে
বিশাল কোনও ক্ষতি কি হয়েছে ?
না হয়! বিদেশী টাকা ধার নিয়ে নিয়ে
জনতার ঘাড়ে চাপিয়ে বোঝা
জিএসটির আমদানি তো বেড়েছে!
বেড়েছে জি ডি পি র মান
যদিও কমেছে অন্ন সংস্থান
কিছু মানুষ তো লাভবান হয়েছে
তাছাড়া! সরকার দেয় পাঁচ কেজি চাল
চিকিৎসা খরচ, আরও কতো
প্রকল্প তো রয়েছে l
বাড়ে যদি দাম ছাড়িয়ে লাগাম
ভাঙে যদি হাত ছুলেই গুদাম
তাতে! কি এমন হয়েছে?
এখনও তো পারেনি হতে শ্রিলঙ্কা
আলু সবে হয়েছে তিরিশ , দুশও কাঁচা লঙ্কা
এখনও সবাই আছেই মজে
আই পি এল আর এম পি এলএ
এখনও ভিড় নামেনি সড়কে
নিয়ে প্রতিবাদ লাঠিসোটা হাতে ।
এখনও মানায় ঈদ দীপাবলি হর্ষ উল্লাসে
হবে যেদিন পাবেনা সেদিন
শুনেছি! একটা প্রাইভেট প্লেনও কিনেছে ।
উড়ে চলে যাবে যেখানে খুশী
যেমন পালিয়েছিল আফগানপতি
এমন তো অনেকেই গিয়েছে!
ফেরেনি কেউ
শুনেছি সবাই! বেশ সুখেই রয়েছে ।
বিপদের দিনে কে থাকে সাথে?
সবাই আখের আগেই গুছিয়ে রাখে
খালি জনতাই পারেনা!
শাসকের দিকে চেয়ে বসে থাকে
সয়ে সকল ঝড় ঝাঁপটা
যদিও যায় চলে বেঘোরে নিজের প্রাণটা
সাধে কি! ইউক্রেনে গিয়ে রাশিয়া
বিজয় পতাকা পুতছে ?