ভুল ভাঙে না
ঘর ভেঙে যায়।
সুখের প্রত্যাশায়
নিত্য বেড়ে চলে অসুখের বায়না।
বিনিময় বোঝে
অধিকার খোঁজে
ভালোবাসা চায় না।
এ কেমন জীবন?
মুহূর্তে ভাঙ্গে মন
ধুসর সম্পর্কের আয়না ।
ঘন অবসাদ
দুর্বল সহ্যের বাঁধ
স্বপ্ন ভাঙে তবু ঘুম ভাঙে না ।
আগুনে আত্মসমর্পণ
কালো করে রঙ
কয়লা হয়, হীরকের আভা পায় না ।
ঠেকে গেলে পিঠ
নিভে গেলে দীপ
সাহায্যের হাত বাড়ায় না l
শতশত বই পড়ে
ডিগ্রির পাহাড় গড়ে
মানুষ আর হয় না l