তুমি নিজেকে যতই বল শান্তির দুত
আসলে তুমি চাও সুখ।
সুখ যা করে ব্যাবহার
তোমার আমার
প্রয়োজন যতো টুকু
তার চেয়েও অনেক বেশী ।
অনেক অনেক চেয়েও পায় অল্প, একটু।
একটু , একটু করে
তোমার আমার ব্যবধান বারে ।
তুমি সুখ আমি শান্তি
তুমি রাজা আমি ভিখারি ।
তুমি করো পছন্দ প্রতিবাদহীন দুর্নীতি
হিংসাহীন নয়
তাই তুমি সাজো শান্তির দুত
হিংসাকে নয়
প্রতিবাদ দমন করো , কৌশলে ।
শান্তি বহাল হয় ।
হয় জমা সুখ , শান্তির অন্তরালে
শোষণ, যা চলিতে থাকে গোপনে
সুদীর্ঘকাল ধরে ।