তুমি পেন্ডুলামের শব্দ শুনতে পাও না
অথবা তোমার হিসেবের খাতা হারিয়ে গিয়েছে।
তাই তুমি হয়ে পড়েছ অসামাজিক
একের মুণ্ডু অন্যের ঘাড়ে চাপিয়ে
মিলিয়ে দিতে পারলেই......
তোমার হয়ে যায় সবকিছু ঠিক ।
তুমি দাও তেল পুঁজিবাদের চরকায়
আর মৃত্যুর ক্ষতিপূরণ দাও নগদ টাকায় !
চলতে থাকে বিচার, বছরের পর বছর ।
দুদিন গেলেই সব বাসী খবর,
কেউ জানতেও চায় না ।
ধর্ষণ , লুণ্ঠন অথবা হত্যা
কোন কিছুতেই, কিচ্ছুতেই আর তোমার ভয় হয় না।
তাই বুজি তুমি ক্ষমতায় থাকো ?
উপর থেকে মানুষ দ্যাখো ?
আর বাকিরা থাকে নিচে, ব্যাস্ত হিসেবে ।
ওদের শাস্তি পাওয়া উচিত ছিল !
পায়নি কেন ? কবে দেবে ?
ওরা কি আদৌ শাস্তি পাবে !!!
না কি মুক্তির গান গাবে !!
প্রশ্ন অনেক , উত্তর নেই কোনও।
কথার লড়াই তবুও চলতে থাকে
ফলাফল শূন্য ।
কাদের জন্য ?
যারা শান্তিকে ভালোবেসে
থাকে চুপচাপ বসে
বিচারের অপেক্ষায় ?
অথবা যারা আইনে বিশ্বাস রাখে ?
ওদের দেখে, তোমার কি হাসি পায় ?
দেখেছো কি ভেবে ?
যদি তারা, একবার যায় ক্ষেপে
বলে- দাঁতে দাঁত চেপে
‘চুলোয় যাক হিসেবের খাতা
আগে নেমে আয় নিচে,
তারপর, হবে কথা ।
না হলে !!?
শুধু হাত নয়, পাও চলবে
দে দনাদন !!!’
হাড়ে হাড়ে বুঝবে তখন !
বিচার কাকে বলে ?
আর কাকে বলে জনতা জনার্দন ।