ঠিক কবে থেকে হয়েছিল শুরু!
দিনটা সঠিক না বলা গেলেও
না থাকলেও! কোনও নির্ভুল তথ্য
আন্দাজ করা যায়, প্রকৃত সত্য
এই কাজ! একদিনের নয়
একদিনে যেমন মহীরুহ হতে পারে না তরু
তেমনই হয়েছে ধীরে ধীরে, গুটি গুটি পায়
কোথাও জোর করে
কোথাও মিষ্টি কথায় ভিজিয়ে চিড়ে
একশ্রেণীর মানুষ করা হয়েছিল প্রস্তুত
তারপরে! আর তাকাতে হয়নি ফিরে
শিখে বিদেশীয় রীতিনীতি
হয়েছিল তারাই সভ্য সমাজের প্রতিনিধি
অনুগত এবং প্রকৃত বাস্তবিক
তবে সুবিধাবাদী অমানবিক
শাসকের হাত ধরে তারাই কি তবে এনেছিল পরিবর্তন?
বাকিটা অভিযোজন
আজও আদালতে বিচারপতি সেই কালো কোটই পড়ে
আর টেবিলে হাতুড়ির বাড়ি মেরে বলে
অর্ডার অর্ডার
হয়নি এখনও আদেশ! ধুতি পাঞ্জাবী পড়ার
এখনও অর্ধসাহেব হয়ে করি দরবার
স্বাধীন দেশের মাটিতে।
শুধু বলতে পারো মাননীয় ধর্মাবতার
এর বেশি নেই অধিকার মুখ খোলার
শাসকের বিপরীতে
অর্ধ সাহেবের নগরীতে স্বদেশীরা এখনও
নিচুদরের মানুষ, আদিম, অসভ্য, ইতর l