এ তো সে নয়!  
বুঝতেই, বদল পরিচয়
আবারও  খোজ খোজ
নতুন সাজগোজ
নতুন আঙ্গিকে নতুনের মত করে
চোখে ধরে তো, ধরে না মনে
দাবী আর আয়োজনে
সময় হয় সম্পূর্ণ।  
কার জন্য ?  
তবুও সেই থাকে মনে
অপূর্ণতা হয়ে পূর্ণের সন্ধানে
আমাকে রাখে ব্যস্ত
জানিনা কেন ? কোন কারনে ?