জানি আমি, অনেক ভুল করি
কাজের মাঝে।
যখন থাকি চুপ করে বসে
ধরা পড়ে মনের কাছে ।
তবে স্বীকার করি না, সন্মুখে ।
আবার কিছু না জেনেও
জুড়ে দিতে পারি তর্ক অনায়াসে।
যার তার সাথে
পাত্র পাত্রী দেখি না , মাঝেসাঝে ।
জানলে পরে , পারি বুঝতে।
ভাবি , কেউ বুঝি পায়না দেখতে
বুঝতেও পারেনা
কি ঘটে গিয়েছে আসলে ?
কেবল এই আত্মবিশ্বাস,
ঢেকে দেয় আমার সব ভুলের ইতিহাস
এক অদৃশ্য মোড়কে ।
আমি জিভ চিপে দাঁতে
থাকতে পারি ঘরের ভিতরে
আমার ভিতরে
অন্য এক মানুষের সাজে ।
যাকে কেউ কখনও পায়নি দেখতে
কেবল আমি ছাড়া ।