এ যেন হলিউডের কোন ছায়াছবি বাস্তবের পর্দায়
ভুল বললাম বোধহয়!
বাস্তব এখন বুঝি ছায়াছবিকেও হার মানায়।
তাহলে কেন আর টাকা দিয়ে টিকিট কাঁটা ?
কেনই বা পিছনের সিটে বসে নকল সিনেমা দেখা ?
হিরো হওয়ার সুযোগ তো এখনই
যদিও বা থাকে চপ্পল ফাটা!
ইউ টিউব , হোয়াটস আপ আছে খোলা
বানাও ভিডিও করো আপলোড
করো শেয়ার, দাও লাইক , দাও ভোট
দাওয়াই তো একটাই
সচেতনতা আর টিকা।
নেমে পরো আবার, হও করোনা যোদ্ধা
বার করো খুঁজে ওমিক্রনেরও
আছে কটা হাত আর কটা পা।
রুপ বদলিয়ে কিভাবে করে আক্রমন
কিভাবে আটে ফন্দী ব্যাতিব্যাস্ত করতে জীবন
নতুন নতুন রহস্যকথা, হোক উন্মোচন
সিনেমা নয় সিনেমার মতন ।
যদিও সবই দেখে শেখা ।
কারা দেখাল , কেন দেখাল
এসব প্রশ্ন থাক তোলা।
শুধু জেনে রাখো, অল্পবিদ্যা ভয়ঙ্করী
কোটি কোটি ব্যাবহারকারী
অনেক অনেক মুনাফা
সাথে অতিরিক্ত সুবিধা
কাঁটা দিয়েও তোলা যায় কাঁটা।