আসলে অনেকেই বাঁচিয়ে রাখতে চায়
নিজের জন্য অল্প কিছুl
সবকিছু থেকে,
সবকিছু বাদ দিয়েও
করে প্রত্যাসা,
পাবে আরও কিছু।
কারও অল্পও কিন্তু অনেক বেশী
কারও অল্পের কাছে।
আবার কারও অল্প করে নিয়েছে গ্রাস
সমগ্র পৃথিবীটাকে।
অল্প অল্প করে ।
অল্প যা ফুঁড়োয়না এমন ।
লাগিয়েছে গ্রহন সভ্যতার গভীরে
শুনেছি সমগ্র সভ্যতাই নাকি এখন
এই অল্পের দাসত্ব করে ?