বিড়ালের মত
মানুষেরও নামেও আছে নাকি কোন
অভিশাপ জন্মগত ।
খোঁজটা নেওয়া দরকার
যতদূর শুনেছি, মানুষে পায় কর্মফলের অধিকার
তাতেই হয় সুখদুঃখের প্রতিফলন
ক্রমশ জন্ম জন্মান্তর ।
অনেকের মতে বিশৃঙ্খল জীবনযাপন
হয় অকাল মৃত্যুর কারন
মৃত্যু যা নয় সহজ এমন I
সহজ মৃত্যু মোটেই সহজ নয় এখন ।
অকালমৃত্যুই সাধারন ।
তবুও প্রশ্ন নেই কোন , কেন এমন ?
আয়ু কেন এত কম?
সহজ মৃত্যুর কামনা করে কয়জন ?
কয়জন পারে শান্তিতে , নিজের ইচ্ছেতে
হাসতে হাসতে বিদায় জানাতে,?
সকলেই তো ব্যাস্ত হিসেব নিকেশে
দ্রুততার কর্মজীবনে
সময় করে সংক্ষিপ্ত দৃশ্য
যে কাজ করতে শেষ
মাস কেটে যেত
মুহূর্তে করলে সমাপ্ত
ভুলে গিয়ে মৃত্যুর সত্য
বেঁচে থাকার মিথ্যেকে করে আপন
করে অপব্যবহার জীবন
অসময়ে এসে দাঁড়ায় দুয়ারে যম।
অভিশাপে নয় , সময়ের ব্যবহারই কারন ।