এমন অনেক কথাই রটে
যার মানে থাকেনা কোনও  ।
তবুও হয়ে যায় এতো গুরুত্বপূর্ণ
বিভক্ত হয় দেশ দুই ভাগে ।
খবরের আসরে, পাড়ার মোড়ে,  
চায়ের পেয়ালায় তর্কের ঝড় ওঠে ।
কাছের মানুষ হয়ে যায় শত্রু একে অপরের
শোষকের ইতিহাস যার তিনশ বছরের  
তাকেই  পরমমিত্র  ভাবে।
হয় কিভাবে ?
জিজ্ঞেস করেনা লোকে ,
কেন ভালো লাগে শুধুই ক্রিকেট  ?  
যদিও  পিছিয়ে  দেশ
দশের অলিম্পিকে ?  
কেন করলে সেবা  বিদেশী কোম্পানির  
দেশের মানুষ ভাবে, সার্থক নিজেকে ?
এমনও বলে ,  
সুইস ব্যাঙ্কের কালোটাকা আসলে ঘরে
দূর হবে গরীব এদেশ থেকে ।
উন্নতির বাঁধা জনগণ , সমস্যা জাতিভেদে
নারী হয় অবদমিত এই অশিক্ষিত সমাজে ।
এটাও  বলে অনেকে ,  
নোটবন্দীর সাথে
কালোটাকা উদ্ধারের গভীর সম্পর্ক আছে।
অথবা গ্লোবালাইজেসনের সাথে উন্নতির
করোনার সাথে অর্থনীতির।
এই বুঝি  লাগল যুদ্ধ চিনের সাথে !  
কথার মানে তখনই থাকে
যখন কথার সাথে অনুভবেরও  মিল থাকে।
মিল থাকে ফল আর যুক্তির
যদি না পাওয়া যায় হাতেনাতে,  
মানে কিভাবে থাকে ?
নাই বা থাকুক মানে
হয়তো তারা  জানে
মানুষ রাখে মনে
ছবি শুধু বিজ্ঞাপনের।
ব্যবহার করে বিচার !  
এমন সময় আছে কতজনের ?
তাই বুঝি , এমন অনেককিছুই  ঘটে
যা ঘটে না বাস্তবে ,  শুধুই রটে ।  
থাকা স্বত্বেও অভিজ্ঞতা পঁচাত্তর বছরের
স্বাধীনতার মানে হয়  বোঝাতে
দিয়ে  উদাহরন, সহস্র ছবি এঁকে  ।