কিভাবে হেরে যেতে পারে একজন?
তবুও হেরে যায় সহজে
নিজের কাছেই নিজে I
হারিয়ে নিজের আত্মপরিচয়
আড়ালে লুকিয়ে পরাজয়
মিশতে চায় দলে!
জানে কি! দেখলেই মুখ বোঝা যায় সব
বোঝা যায় তার ব্যবহারে
দুঃখ তার গুমরায় ভিতরে
ওড়ায়! যদিও সে পায়রা সুখী
আসলে সে দুঃখী!
বিরক্তি তার শরীরে, চামড়ায়
তাই বুঝি সে রেগে ওঠে কথায় কথায়
থাকে ভয়ে সবসময়
এই বুঝি হয়ে যায় প্রকাশিত সত্য
সে মানুষ নয়!
মানুষের ভেকধারি কোন অজ্ঞাত পরিচয় l