সারা পৃথিবী জুড়ে এখন
এক অবসাদের বাতাবরন
কল্পিত নয় , কাগজের পাতায়
মাঠে ঘাটে দোকানে চত্বরে
বৃষ্টি হয়ে যেন ঝড়ে পড়ে
অথবা ভোরের কুয়াশায়
চুপ করে বসে থাকা
মাছরাঙা পাখিটার মত
একটা একটা করে
কারা যেন বেছে নিয়ে যায় খুশির মুহূর্তগুলো
জীবনের ঝিল থেকে তুলে
দিয়ে যায় উপহার
এক নিঃস্ব রিক্ত সকাল
মানবের ঘরে ।
মৃত্যু নয় , মৃত্যুর ভয়
ভাগ করে দেয়
কেবল আশ্বাসের বানী
সুন্দর কোন সকাল আসবে বলে
বাকিটা সকলেই বোঝে ।
তাই অবসাদ নিয়েও থাকে জেগে
উৎসবের মাঝে ।