দেখলাম লক্ষ্য করে
বর্তমান ভারতে
কেবল অভিনেতারাই
দায়িত্ব নিয়ে কাজ করে ।
শুধু মনোরঞ্জনেই
নয় তারা সীমাবদ্ধ
নয় তারা সামাজিক দায়বদ্ধ
তবুও সব ভূমিকায়, তাদের পাবে।
সংস্কৃতি বিকৃত করতেও
আবার করতেও রক্ষা।
পন্য বেচতেও তাদের অসীম ভূমিকা ।
অপকার উপকার বোঝেনা
কেবল কাজ বোঝে ।
কোথায় কোন ভূমিকায়
করতে হবে অভিনয়
বলে দিতে হবে ।
কেলেঙ্কারি থেকে শুরু করে নেতাগিরি
সবখানেই , অভিনয় করতে তারা তৈরি
আর মন্ত্রিত্ব ! সে আর , এমন কি ভারী ?
তারা তো সেলিব্রিটি
উদাহরণ এবং উদ্দেশ্য
একই সাথে দুটি ।
তাই তাদের কাজটাই সবচেয়ে বেশী
যেখানে যায়না করা বস দেখিয়ে মাংসপেশি
সেখানে অভিনয় কাজ দেয়
শুধু অগণন ফ্যান তৈরি করতে হয়
করাতে হয় বিশ্বাস , এসে মনের কাছাকাছি ।
কারন ফ্যান বোঝেনা
সম্পূর্ণ বিষয়টাই একটা কৃত্রিম ভালোলাগা
আসলটা ঠিক বিপরীত, একদম আলাদা
একটা রঙিন ছায়ার ধাঁধা
আর কিছু নয় ।