এদেশে ন্যায় সহজে মেলেনা
যদি মিলত!
তাহলেও কি একবার ভেবে দেখা যেত!
আইনের বাস্তবিক প্রয়োজনীয়তা
ঠিক কতোটা ?
কতোটা সময় করা যায় ব্যয়
দুর্মূল্য জীবনের ডায়েরীর পাতা থেকে
পেতে একটি উপযুক্ত ন্যায়
অভাবের দেশে ?
যেখানে জনতা চলে ঊর্ধ্বশ্বাসে
যোগাতে অন্ন অভুক্ত পেটে
বিচার ব্যবস্থার পরিবর্তন নিয়ে ভাববে
এমন সময় কোথায়! তাদের কাছে ?
কিন্তু যাদের আছে!
তারাও কি ভাবেনা বসে ?
তিনশ বছর পুরনো গলাপচা পদ্ধতিরও
থাকতে পারে কোনও সহজ সরল উপায় ,
কোনও বিকল্প বিচার পদ্ধতি!
যাতে, হতে পারে কম সময়ের অপচয়
মেনে আধুনিকতার রীতি?
নাকি! ভাবতেই চায়না ?
কারন! এতেই তারা সুবিধা পায়
শাসন শোষণের অধিকার ভোগ করে
নাহলে! এদেশের নির্বাচিত রাজা
যখন নিজেই বলে ভূরি ভূরি মিথ্যে কথা
প্রকাশ্য জনসভায়!
তার জন্য, কারও মাথা হেট হয় না ?
জেল তো দূর! জরিমানাও বারন
সবকিছু সহ্য করে নেওয়ার অভ্যেসটা অকারণ
যতই হোক গা সওয়া
মলম লাগালেও পিঠে
চাবুকের দাগ কিন্তু সহজে যায়না!
দূর থেকেও স্পষ্ট দেখা যায়
তবুও কেন যে কারও চোখে পড়ে না?
প্রগতির যুগ বলে যারা করে প্রচার
যারা প্রতিটি উৎপাদনের রাখে হিসাব
পারে কি দিতে এই প্রশ্নের সঠিক জবাব ?
কেন তিনশত বছরের অভিশাপ
কিছুতেই পিছন ছাড়তে চায়না ?