লকলকে জিভ বার না করেই
শুধু চোখ দিয়েই
খেয়ে ফেলতে পারে সে
নিমেষে একটা গোটা শরীর
কামনার তপ্ত আঁচে রেঁধে নেয় রকমারি ব্যঞ্জন
নিজের পছন্দমতন
যদিও সবই তাৎক্ষণিক
তবুও যুগিয়ে কল্পিত খাদ্যের আয়োজন
নরমাংসভোগী রাক্ষসটাকে করে লালন
মনের গুপ্ত গুহার ভিতর
যাতে বিবশতার অন্ধকারে
ঝাঁপিয়ে! পড়তে পারে অসহায় শিকারের উপর
ভাগ করে নেয় রক্ত, মাংস, মেদ
এ তার আদিম অভ্যেস ।
বাইরে মানুষ ভিতরে রাক্ষস