ওরা বলে, নোংরা তুমি
পরিষ্কার পরিচ্ছন্নতা
নিয়মমাফিক ব্যবস্থা
এসব তোমার একদম পছন্দ নয়
তুমি চাও! ঝড় আসুক সবসময়
আর লণ্ডভণ্ড করে দিক সবকিছু
যত কাঙ্ক্ষিত কামনা পূর্ণ হোক
সমাপ্ত হোক সকল অভিলাষ
জ্বলন্ত চিতায় কেউ ছুড়ুক গোলাপ
মৃত্যুকে ভালোবেসে।
সকল চাওয়া পাওয়া মিলে মিশে এক সাথে এক রাতে
মিটিয়ে যৌবনের সকল স্বাদ শান্ত হোক
সকালে, আবর্জনার মাঝে হোক নতুনের আবাহন
জীবনের ছায়াপথে
যারা থাকতে চায় নিয়মের বাঁধে
হয়ে অবশ অসহায় পরিষ্কারের ভাবমূর্তি
আপোষের জাঁতাকলে
তাদের বুকের ভিতর জমাট অন্ধকার।
তাদের মত নও তুমি
তুমি নোংরা, বাস্তবের জ্বলন্ত প্রতিচ্ছবি
ভেতরের আয়না
যা সবাই ঢেকে রাখতে চায়
চেপে ধরতে চায় নিষেধের বেড়াজালে
নিষিদ্ধ করতে চায় তোমার সকল অধিকার ।
তাই নিষিদ্ধ বাদ দিলে!
প্রতিদিন রাতে হয়তো! আসত কালবৈশাখী তোমার দরজায়
যদিও! তোমার ঘর ভরত আবর্জনায়
তবে অপেক্ষায় আর কাটাতে হত না রাতের পর রাত
শুধু নোংরা অপবাদ শুনে
ঝড়ের ইচ্ছাগুলোর গলা চেপে অন্তরে
পচা গলা মৃতদেহের মত।