নকল করা কি অতই সহজ ?
বলে সে চলে গেল গটগট করে
নকল চামড়ার জুতো পরে
এই তো সেদিন, যেদিন ছিল ভোজ
নকল সাহেবের ঘরে
অনেক নকল সাহেব এসেছিল
নকল ম্যামেদের সাথে করে ।
হাতে ছিল নকল ফুলের তোরা
নকল বিয়ে ,নকল বোঝাপড়া ।
নকল ভালোবেসে তারা নকলকে করেছে আপন
নকল হয়েছে জীবন , নকলেই জীবনযাপন
জোর করে নয়।
ভালোবেসে সব হয়।
আর তুই বলিস
নকল করা কি অতই সহজ ?